Last Updated: November 30, 2012 18:03

আবার সংবাদে ঝাড়গ্রামের শিলাদিত্য চৌধুরী। শুক্রবার কলকাতার রানি রাসমনি রোডে ভারতীয় জনতা পার্টির সভায় আনুষ্ঠানিক ভাবে বিজেপিতে যোগ দেন শিলাদিত্য।
গতকালই মুখ্যমন্ত্রীকে লেখা চিঠিতে শিলাদিত্যের নাম উল্লেখ করেন প্রেস কাউন্সিলের চেয়ারম্যান মার্কণ্ডেয় কাটজু। ঝাড়গ্রামে, মুখ্যমন্ত্রীর সভায় প্রশ্ন করায় শিলাদিত্যকে মাওবাদী তকমা দিয়ে আটক করে পুলিস। পরে অবশ্য ছেড়ে দেওয়া হয় বেলপাহাড়ির এই গরিব কৃষককে। তবে তা নিয়ে রাজ্য রাজনীতিতে যথেষ্ট বিতর্ক হয়। বিভিন্ন মহল থেকে তীব্র সমালোচনা করা হয় সরকারের বিরুদ্ধে।
প্রেস কাউন্সিলের চেয়ারম্যান মার্কণ্ডেয় কাটজু তাঁর চিঠিতে মুখ্যমন্ত্রীকে শিলাদিত্যের কাছে ক্ষমা চাওয়ার পরামর্শ দেন। কাটজুর চিঠি নিয়ে যথেষ্ট আলোচনা হয় রাজ্য রাজনীতি, সংবাদমাধ্যমে। এরপরই এদিন রাজ্য নেতৃত্বের উপস্থিতিতে শিলাদিত্যের বিজেপিতে যোগদান নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়েছে।
First Published: Friday, November 30, 2012, 18:03