বেকায়দায় শিল্পারা

বেকায়দায় শিল্পারা

বেকায়দায় শিল্পারা আইপিএল চলাকালীন প্রকাশ্যে ধুমপান করার জন্য আগেই ফেঁসেছিলেন শাহরুখ। এবার রাজস্থান রয়্যালস মালিক রাজ কুন্দ্রা ও শিল্পা শেঠির বিরুদ্ধে অভিযোগ আনলেন জয়পুরের একটি ক্রিকেট অ্যাকাডেমির ডিরেক্টর আনন্দ সিং।

একটি সর্বভারতীয় দৈনিকে প্রকাশিত খবর অনুযায়ী, তাঁদের বিরুদ্ধে একটি ক্রিকেট ট্যালেন্ট হান্ট কনটেস্টে ৮ লক্ষ টাকার কারচুপির অভিযোগ এনেছেন আনন্দ সিং। তাঁর অভিযোগের ভিত্তিতে আগামী ১৪ মে আনন্দ সিংকে আদালতে হাজিরা দিতে বলা হয়েছে।

First Published: Tuesday, April 30, 2013, 20:48


comments powered by Disqus