Last Updated: June 6, 2013 20:57

ক্রিকেটের দুই মুখ দেখা গেল একই দিনে। আইপিএল ফিক্সিং-বেটিং কাণ্ডে যখন আরও কাদা বেরোতে থাকল , তখনই বাইশ গজে দেশের মাথা উঁচু করলেন শিখর ধাওয়ান।
শিখরের শতরান-- চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে ঝড় তুললেন শিখর ধাওয়ান। বৃহস্পতিবার
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ম্যাচেই শতরান করলেন ভারতীয় ক্রিকেটের
'নতুন সেওয়াগ'। দিল্লির এই বিস্ফোরক
ব্যাটসম্যান ব্যক্তিগত ১১৪রানে ডুমিনির বলে আউট হন।
পড়ুন বিস্তারিত এখানে ক্লিক করেবেটিং করেছি, কবুল করলেন রাজ কুন্দ্রার, জড়িত শিল্পা শেঠিও! (
পড়ুন বিস্তারিত নীচের লিঙ্কে ক্লিক করে )--আইপিএল স্পট ফিক্সিং পালার জমজমাট নতুন অধ্যায়ের উপর থেকে পর্দা উঠল আজ। নতুন অঙ্কের নাম দেওয়া যেতেই পারে ''পতির পূণ্যে সতীর পূণ্য''। স্বামী রাজ কুন্দ্রার সঙ্গে বেটিংয়ে জড়িত থাকার অভিযোগ উঠল বলিউডি নায়িকা তথা রাজস্থান রয়্যালসের অন্যতম মালকিন শিল্পা শেট্টির বিরুদ্ধে। কুন্দ্রার ব্যবসায়িক সহযোগী উমেশ গোয়েঙ্কা পুলিসি জেরায় দাবি করেছেন কুন্দ্রার সঙ্গেই বেটিংয়ে জড়িত তাঁর বউও।
শিল্পা শেঠিও আইপিএলের একটি ম্যাচে বেটিং করেছিলেন৷ দিল্লি পুলিকে একথা জানিয়েছেন কুন্দ্রার বন্ধু উমেশ গোয়েঙ্কা৷ এর আগে রাজস্থান রয়্যালসের মালিক রাজ কুন্দ্রার বেটিংয়ের কথা স্বীকার করেন বলে জানিয়েছেন দিল্লির পুলিশ কমিশনার নীরজ কুমার৷
পড়ুন বিস্তারিত নীচের লিঙ্কে ক্লিক করে
First Published: Thursday, June 6, 2013, 21:03