Last Updated: January 10, 2014 19:31

বেআইনি ভাবে সংখ্যালঘু সম্প্রদায়ের যুবক-যুবতীদের আটক করার ব্যাপারে রাজ্যের মুখ্যমন্ত্রীদের সতর্ক হতে বললেন সুশীল কুমার শিন্ডে। এ দিন শিন্ডে বলেন, আমরা আবারও সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের লিখিত ভাবে জানাচ্ছি যদি রাজ্যে সংখ্যালঘু সম্প্রদায়ের কোনও মানুষকে বেআইনি ভাবে আটক করার ঘটনা থেকে থাকে তাহলে যেন তাদের অবিলম্বে মুক্তি দেওয়া হয়।
লিখিত নির্দেশ দেওয়ার সঙ্গেই শিন্ডে জানিয়েছেন, সংখ্যালঘু সম্প্রদায় বলতে কোনও বিশেষ সম্প্রদায় নয়, দেশের সব সংখ্যালঘু সম্প্রদায়কেই বুঝিয়েছেন তিনি। এই বিষয়ে নজরদারি করার জন্য বিশেষ কমিটি গঠন করার কথাও জানিয়েছেন তিনি। শিন্ডের মন্তব্যে বিরূপ প্রতিক্রিয়া জানিয়ে ভারতীয় জনতা পার্টির মুখপাত্র প্রকাশ জভারেকর বলেন, কোনও অপরাধীকে আটক করার সময় তাঁর ধর্ম বিচার করার প্রশ্ন উঠছে কেনও? অপরাধীদের ধরা এবং অপরাধ দমন করাই শেষ কথা। ধর্মীয় পরিচিতি বিচার করা নয়। আমরা এর বিরোধীতা করছি।
এর আগে গত বছর সেপ্টেম্বর মাসেও শিন্ডে চিঠি লিখে রাজ্যের মুখ্যমন্ত্রীদের জানিয়েছিলেন উগ্রপন্থার কারণ দেখিয়ে দেশের মুসলমান যুব সম্প্রদায়ের যুবকদের বেআইনি
ভাবে আটক করছে বিভিন্ন রাজ্য।
First Published: Friday, January 10, 2014, 19:31