গোষ্ঠী কোন্দলে বৈঠক থেকে বাদ শিউলি সাহা

গোষ্ঠী কোন্দলে বৈঠক থেকে বাদ শিউলি সাহা

গোষ্ঠী কোন্দলে বৈঠক থেকে বাদ শিউলি সাহাতৃণমূলের গোষ্ঠী কোন্দলের ধারা অব্যাহত। এবার পূর্ব মেদিনীপুরের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে চলে এল। পঞ্চায়েত ভোট নিয়ে তৃণমূলের সাংগঠনিক বৈঠকে ডাক পেলেন না বিধায়ক শিউলি সাহা।

জেলায় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধ গোষ্ঠী হিসেবেই পরিচিত তিনি। সম্ভবত সেই কারণেই ডাক পাননি তাঁর অনুগামীরাও।  আজকের সভায় হাজির ছিলেন শিশির অধিকারী ও শুভেন্দু অধিকারী ও তাঁদের অনুগামীরা।

First Published: Saturday, December 1, 2012, 18:57


comments powered by Disqus