Last Updated: April 14, 2014 15:42

কংগ্রেসকে নতুন করে আক্রমণ করল শিব সেনা। মোদীর পিছনে না লেগে কংগ্রেসের উচিত আগে রাহুলের বিয়ে নিয়ে ভাবা। ঠিক এই বক্তব্যেই কংগ্রেসকে বিঁধেছে শিব সেনা।
মোদীর বিয়ে, স্ত্রী নিয়ে বহুদিন ধরেই কটাক্ষ করে আসছিল কংগ্রেস। এ দিন সিশব সেনা মুখপত্র বলেছে, যারা ভাবছে মোদীকে বিয়ে নিয়ে আইনি জটিলতায় ফেলা যাবে তারা ভুল ভাবছে। মুখপত্রের সম্পাদকীয়তে শিব সেনা প্রশ্ন তুলেছে, মোদীকে এভাবে আক্রমণ করলে কি মূল্যবৃদ্ধি কমবে নাকি কোলগেট ইস্যুর কালটাকার দুর্নীতি ঢাকা যাবে?
মোদীর পক্ষে সওয়াল করে শিব সেনা বলেছে যশোদাবেনের সঙ্গে ছোটবেলায় বিয়ে হয়েছিল মোদীর। আলাদা থাকার সিদ্ধান্তও তাঁদের নিজেদের। ভাদোদরায় মনোনয়ন পেশের সময় প্রথমবারের জন্য যশোদাবেনকে স্ত্রী হিসেবে স্বীকার করেন মোদী। এতদিন পর্যন্ত এফিডেভিটে স্ত্রীর নাম কলম খালি রাখতেন মোদী। ২০১২ সালের বিধানসভা নির্বাচনেও স্ত্রীর নাম লেখার কলম খালি রেখেছিলেন মোদী।
First Published: Monday, April 14, 2014, 15:42