Last Updated: December 14, 2013 22:28

তৃতীয়বারের জন্য মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শিবরাজ সিং চৌহান। তাঁকে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল রাম নরেশ যাদব। জাম্বুরি ময়দানে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শপথগ্রহণ অনুষ্ঠানে হাজির ছিলেন গুজরাতের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী, দলের সভাপতি রাজনাথ সিং, সুষমা স্বরাজ, বর্ষীয়ান নেতা লালকৃষ্ণ আডবাণী, নেত্রী উমা ভারতী। শপথ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ছত্তিসগড়ের মুখ্যমন্ত্রী রমন সিং, গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পারিক্কর, বসুন্ধরা রাজে সিন্ধিয়া, শিবসেনা সভাপতি উদ্ধব ঠাকরে, টিডিপি নেতা চন্দ্রবাবু নাইডু। দুশ তিরিশ আসনের মধ্যপ্রদেশ বিধানসভায় একশ ৬৫ আসন পেয়ে জয়ী হয়েছে বিজেপি।
First Published: Saturday, December 14, 2013, 22:28