Last Updated: March 29, 2013 13:19

পারভেজ মুশারফের দিকে উড়ে এল জুতো। ২০০৭-এ বেনাজির ভুট্টো হত্যায় চক্রান্ত সহ তাঁর বিরুদ্ধে লাগু একাধিক মামলা থেকে প্রতিরক্ষামূলক জামিন নিতে আজই সকালে সিন্ধ হাই কোর্টে গিয়েছিলেন প্রাক্তন পাক প্রেসিডেন্ট। সেখানেই তাঁকে লক্ষ্য করে জুত ছোঁড়া হয়। ঘটনায় গ্রেফতার হন অ্যাডভোকেট তাজামুল লোধি।
সিন্ধ হাই কোর্ট অবশ্য মুশারফের জামিন ১৫ দিন বাড়ানোর নির্দেশ দিয়েছে।
কঠোর নিরাপত্তার ঘেরাটোপে আজ কোর্ট চত্বরে পৌঁছন পারভেজ মুশারফ। জানা গিয়েছে, সেইখানে আইনজীবীদের জটলা থেকেই মুশারফ বিরোধী স্লোগান ওঠে। এমন সময় তাঁকে লক্ষ্য করে জুতো ছোঁড়েন আইনজীবী তাজামুল লোধি। লক্ষ্য নিশানায় না লাগলেও গ্রেফতার হয়েছেন সেই আইনজীবী।
দীর্ঘ চার বছর স্বেচ্ছা নির্বাসনের পর ২৪ মার্চ দেশে ফিরেছেন প্রাক্তন পাক প্রেসিডেন্ট পারভেজ মুশারফ। ফিরেই আগামী মে মাসের সাধারণ নির্বাচনে লড়ারও ইঙ্গিত দিয়েছেন তিনি।
First Published: Friday, March 29, 2013, 14:54