Last Updated: January 23, 2012 19:09

বাদ রইলেন না `যুবরাজ`ও। এবার জুতো উড়ে এল রাহুল গান্ধীর উদ্দেশ্যে। সোমবার দেরাদুনে ভোটপ্রচারে একটি জনসভায় কংগ্রেসের সাধারণ সম্পাদককে লক্ষ্য করে জুতো ছোঁড়েন এক ব্যক্তি। যদিও পাদুকাটি সোনিয়া তনয়কে স্পর্শ করতে পারেনি। রাহুল গান্ধীর থেকে ১০ মিটার দূরে জুতোটি এসে পড়ে। কুলদীপ নামে এক যুবককে এজন্য গ্রেফতার করেছে পুলিস। যদিও জুতো ছোঁড়ার সঙ্গে সঙ্গে তাঁকে ধরে ফেলেছিল সভায় উপস্থিত কংগ্রেস কর্মী-সমর্থকরা। যুবককে মারধর না-করতে মঞ্চ থেকেই নির্দেশ দেন রাহুল গান্ধী। কয়েকদিন আগে উত্তরাখন্ডের রাজধানী দেরাদুনেই প্রচারের সময় টিম আন্নার সদস্যদের লক্ষ্য করে জুতো ছুঁড়েছিলেন এক ব্যক্তি।
First Published: Monday, January 23, 2012, 19:13