Last Updated: December 18, 2011 20:04

‘বিগ বস’ থেকে এবার বেরিয়ে গেলেন মডেল-অভিনেত্রী সোনালী নাগরাণী।
এর আগেও ‘বিগ বস’-এ সোনালী বেশ কয়েকবার বেরিয়ে যাওয়ার কোপের মুখে পড়েছিলেন। কিন্তু এবারে আর বাঁচতে পারলেন না। অমর উপাধ্যায়ের সঙ্গে একসাথে মনোনয়ন পাওয়ার রাউন্ডেই ছিটকে গেলেন তিনি।
দু’বার হাউস ক্যাপ্টেনও হয়েছিলেন সোনালী। সাধারণত শান্ত স্বভাবের হলেও পরনিন্দা করার জন্য ‘বিগ বস’এর সেটে কুখ্যাতি ছিল সোনালীর। পুজা মিশ্র, সিদ্ধার্থ ভরদ্বাজ এবং আকাশদীপ সায়গলদের সাথে কয়েকবার ঝামেলাতেও জড়িয়েছেন তিনি।
আপাতত এই রিয়ালিটি শো-তে সেলিব্রিটি হিসেবে রইলেন আকাশদীপ, জুহী পারমার, অমর, সিদ্ধার্থ এবং সানি লিওন। এছাড়া অস্ট্রেলিয়ান ক্রিকেটার অ্যান্ড্রু সাইমন্ডসও এসেছেন, যাঁর দোভাষী হিসেবে এসেছেন এর আগে ছিটকে যাওয়া প্রতিযোগী পুজা মিশ্র।
First Published: Sunday, December 18, 2011, 20:04