এবার ওয়াডালাতে শুটআউট

এবার ওয়াডালাতে শুটআউট

এবার ওয়াডালাতে শুটআউট সিক্যুয়েল ছবির লিস্ট এ যোগ হল আরো একটি নাম। ২০০৭-এর `শুটআউট অ্যাট লোখান্ডওয়ালা`র পর এবার এই ছবির সিক্যুয়েল হিসাবে আসছে `শুটআউট অ্যাট ওয়াডালা`।

আবারও এক সত্যি ঘটনা তুলে ধরছেন পরিচালক সঞ্জয় গুপ্তা। ১৯৮২ সালে ১ নভেম্বর মুম্বইয়ের ওয়াদালার বিদ্যালঙ্কার ইনস্টিটিউট অফ টেকনোলজিতে মুম্বই পুলিস প্রথমবার এনকাউন্টার করেন গ্যাংস্টার মান্য সুরভেকে। এই ঘটনাকেই নাট্যরূপ দিতে চলেছেন পরিচালক সঞ্জয় গুপ্তা।

ছবিতে রয়েছেন জন আব্রাহাম, অনিল কাপুর, সোনু সুদ, তুষার কাপুর, মনোজ বাজপাই, কঙ্গনা রানাওয়াত। ছবিটি মুক্তি পেতে চলেছে চলতি বছরের ৭ ডিসেম্বর। ইতিমধ্যেই প্রচার শুরু করে দিয়েছেন এই ছবির তারকারা। `শুটআউট অ্যাট লোখান্ডওয়ালা`র বক্স অফিস রেকর্ড কি ধরে রাখতে পারবে এর সিক্যুয়েল!

First Published: Thursday, March 29, 2012, 14:42


comments powered by Disqus