Last Updated: November 21, 2013 23:13
শর্টস্ট্রিট কাণ্ডে ধৃত পরাগ মজমুদারই মূল ষড়যন্ত্রকারী। আজ আদালতে একথা জানিয়েছে পুলিস। পুলিস জানিয়েছে এই ঘটনায় তিন ভুয়ো সংস্থার নামে লেনদেন হয় আট কোটি টাকা।
ছমাসের মধ্যে জমি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন পরাগ মজমুদার। পরাগ মজমুদারকে ২৬ নভেম্বর পর্যন্ত ফের পুলিসি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত। এঘটনায় পুলিসের জালে আরও এক অভিযুক্ত। ধৃতের নাম রাজেশ দামানি। হার্টলাইন এস্টেট প্রাইভেট লিমিটেডের কর্ণধার দামানিকে আজ গ্রেফতার করে পুলিস। নাইন এ শর্ট স্ট্রিটের বিতর্কিত জমি হার্ট লাইন এস্টেট সংস্থাই সঞ্জয় সুরেখার কাছে বিক্রি করেছিল।
First Published: Thursday, November 21, 2013, 23:13