রাজবাড়ির পুজো

রাজবাড়ির পুজো

রাজবাড়ির পুজোকলকাতার বনেদি পুজোরগুলোর অন্যতম শোভাবাজার রাজবাডির পুজো।
পুরনো কলকাতার সাবেক গন্ধমাখা এই পুজো উপলক্ষে সেজে উঠেছে বাড়ির নাটমন্দির।
সাবেকি একচালা প্রতিমা, পুরনো ঝাড়বাতি আর বনেদিয়ানার ছোঁয়াচলাগা পুজোয়
আধুনিকতার সঙ্গে সুচারু মিলমিশ কয়েকশ বছরের ঐতিহ্যের। ষষ্ঠীর বোধনের সঙ্গে
সঙ্গেই উত্সবের সুর রাজবাড়ির অলিন্দে অলিন্দে। রাজপরিবারের বর্তমান উত্তরাধিকারীদের
সঙ্গেই অবাধ প্রবেশাধিকার আম জনতার।

First Published: Sunday, October 2, 2011, 17:04


comments powered by Disqus