দল ছাড়ছেন না শোভনদেব

এখনই তৃণমূল ছাড়ছেন না শোভনদেব

এখনই তৃণমূল ছাড়ছেন না শোভনদেবসব জল্পনার অবসান ঘটিয়ে শেষপর্যন্ত দল ছাড়ার সম্ভাবনা উড়িয়ে দিলেন শোভনদেব চট্টোপাধ্যায়। সেইসঙ্গে ইতি টানলেন দলের সঙ্গে বিরোধ প্রসঙ্গেও। আজ তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি-র একটি অনুষ্ঠানে তৃণমূল নেতা বলেন, কারোর সঙ্গে ঝগড়া হলেই দল ছাড়ার প্রশ্ন ওঠে না। তৃণমূলের আদর্শকে ভালবেসে তিনি রাজনীতি করেন বলে মন্তব্য করেন শোভনদেব চট্টোপাধ্যায়। যাবতীয় বিতর্ককে দূরে সরিয়ে তিনি যে ফের দলের কাজে মন দিতে চান, সেকথাও স্পষ্ট করে দিয়েছেন তিনি।

কিছুদিন আগে কলকাতা বিশ্ববিদ্যালয়ে নিজেরই দলের কর্মীদের একাংশের হাতে নিগৃহীত হতে হয় শোভনদেব চট্টোপাধ্যায়কে। দলের শীর্ষনেতৃত্ব প্রকাশ্যে এর সমালোচনা না করায় ক্ষোভের পারদ চড়ছিল তৃণমূল নেতার অনুগানীদের মধ্যে। এরই মধ্যে ক্ষুব্ধ শোভনদেববাবুর বেশকিছু মন্তব্যও অস্বস্তিতে ফেলে দলকে। অবশেষে কাল বিধানসভায় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয় তাঁর। এরপরই দুতরফের বরফ গলল বলে মনে করছে রাজনৈতিক মহল।  





First Published: Friday, December 14, 2012, 16:38


comments powered by Disqus