Last Updated: July 7, 2013 23:11

আশিকি টু দেখেই শ্রদ্ধাকে মনে ধরেছে করণ জোহরের। এর মধ্যেই নিজের আগামী ছবি উঙ্গলিতে আইটেম নম্বরের জন্য শ্রদ্ধাকে রাজি করিয়ে ফেলেছেন করণ। রেনসিল ডি`সিলভা পরিচালনা করবেন করণ জোহর প্রযোজিত উঙ্গলি।
করণের ঘনিষ্ঠ জানান, হ্যাঁ, শ্রদ্ধা উঙ্গলিতে আইটেম করছেন। তবে এখনও গানের শুটিং হয়নি। নায়ক ইমরান হাসমিও থাকবেন আইটেম গানে। শুধু আইটেম নম্বর নয়, করণের ছবি গোরি তেরে পেয়ার মে-তেও রয়েছেন শ্রদ্ধা। পুনিত মলহোত্রা পরিচালিত ছবিতে থাকবেন ইমরান খান ও করিনা কপূর। এছাড়াও সিদ্ধার্থ মলহোত্রার বিপরীতে মোহিত সুরির আগামী ছবি দ্য ভিলেনেও রয়েছেন শ্রদ্ধা।
ইমরান ছাড়াও উঙ্গলিতে রয়েছেন সঞ্জয় দত্ত, কঙ্গনা রওনাত, রণদীপ হুডা ও নেহা ধুপিয়া। চলতি বছরের শেষেই মুক্তি পাচ্ছে উঙ্গলি।
First Published: Sunday, July 7, 2013, 23:11