Last Updated: November 16, 2013 22:38
শর্ট স্ট্রিট কাণ্ডে জমির দখল নেওয়াকে কেন্দ্র করে মোটা টাকার লেনদেন হয়েছিল। পিনাকেশ দত্তকে গ্রেফতারের পর তার প্রমাণ আগেই মিলেছিল। শনিবার পিনাকেশকে সঙ্গে নিয়ে কলকাতা গোয়েন্দা পুলিস হানা দিল তার ব্যাঙ্কে। বাঘাযতীনে ওই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের লকার থেকে নগদ কয়েক লক্ষ টাকা উদ্ধার হয়েছে। আদালতের নির্দেশে সিজ করে দেওয়া হয়েছে পিনাকেশের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও লকার। লকার থেকে লেনদেনের সাড়ে ৩ লক্ষ টাকা ছাড়া আরও কয়েক লক্ষ টাকা পাওয়া যায়।
পিনাকেশেক ওই টাকা জমি দখলের কাজে লাগানোর জন্য রাখতে দেওয়া হয়েছিল। গত সোমবার শর্ট স্ট্রিটের স্কুলে জমি দখলকে কেন্দ্র করে গুলিতে দুজনের মৃত্যু হয়। এই ঘটনায় এখনও পর্যন্ত পনের জনকে গ্রেফতার করেছে পুলিস।
First Published: Saturday, November 16, 2013, 22:38