Last Updated: November 20, 2013 12:28

অভিনেত্রী শ্রুতি হাসানের ওপর হামলার তদন্তে নামল মুম্বই পুলিস। মঙ্গলবার সকালে মুম্বইয়ে শ্রুতি হাসানের বাড়িতে ঢুকে হঠাত্ আক্রমণ করে এক ব্যক্তি। সকাল সাড়ে ৯টা নাগাদ কলিং বেলের আওয়াজ শুনে কমল হাসানের অভিনেত্রী মেয়ে শ্রুতি দরজা খুলতে যান।
দরজা খুলতেই সেই ব্যক্তি চড়াও হন শ্রুতির ওপর। শ্রুতিকে অপহরণ করে নেওয়ার চেষ্টাও করা হয়। কিন্তু কোনওমতে ঘরের দরজা বন্ধ করে নিজেকে বাঁচান ডি ডে খ্যাত এই অভিনেত্রী।
এরপরই পালিয়ে যান সেই দুষ্কৃতী। মুম্বইয়ে সাধারণ মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন আগেই উঠেছিল, এবার অভিনেত্রীর ওপর হামলার ঘটনা প্রমাণ করল বাণিজ্যনগরীতে ভিআইপি নিরাপত্তাও বেশ খারাপ। এদিকে যে ব্যক্তি শ্রুতির ওপর আক্রমণ করেছেন, তিনি তাঁর অন্ধ ভক্ত বলে মনে করছে পুলিস।
First Published: Wednesday, November 20, 2013, 13:48