Last Updated: June 1, 2014 08:30

যুব তৃণমূল কংগ্রেসের সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়ার পরদিনই ক্ষোভ উগড়ে দিলেন শুভেন্দু অধিকারী। নাম না করে দলের নেতৃত্বের একাংশের সমালোচনা করেন তিনি। শনিবার পূর্ব মেদিনীপুরের খঞ্চিতে দলীয় কর্মীদের দেওয়া সংবর্ধনা সভায় তিনি বলেন, তাঁর জনপ্রিয়তা কমে গেছে বলে ভোটের আগে থেকেই প্রচার করছিলেন কেউ কেউ।
তবে সমালোচনার জবাব দিয়ে তাঁকে বেশি ভোটে জিতিয়েছেন মানুষ। একইসঙ্গে তাঁর কটাক্ষ, দলের অনেকে অনেক ভোটে জিতেছেন। কিন্তু তাঁরা কীভাবে ভোট করিয়েছেন সেকথা তাঁর জানা আছে।
প্রসঙ্গত, শুক্রবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দুকে যুব তৃণমূলের রাজ্য সভাপতির পদ থেকে সরিয়ে দেন৷ দলনেত্রী শুধু তমলুকের সাংসদ শুভেন্দুর ক্ষমতাই খর্ব করেননি , তাঁর বাবা কাঁথির সাংসদ তথা জেলা তৃণমূল সভাপতি শিশির অধিকারীরও ডানা ছেঁটেছেন৷ কাঁথিরক সাংসদ শিশির অধিকারীর উপর তাঁর কট্টর বিরোধী বলে পরিচিত রামনগরের বিধায়ক অখিল গিরিকে কার্যকরি সভাপতি পদে বসানো হয়েছে৷ অবশ্য , অখিলবাবু ওই পদে আগেও ছিলেন৷ তবে নেত্রী শুক্রবার ইন্ডোরের সভায় আর একবার অখিলবাবুর পদের কথা স্মরণ করিয়ে বার্তা দেন , অধিকারী পরিবারকে তিনি কিছুতেই পূর্ব মেদিনীপুরের একচ্ছত্র ক্ষমতা দেবেন না৷
First Published: Sunday, June 1, 2014, 08:32