Last Updated: May 30, 2014 18:10

অযথা চাপ নেবেন না! চাপের জেরে আপনার অন্যান্য মানসিক ও শারীরীরক অসুস্থতা সঙ্গে সঙ্গে কমে যেতে পারে আপনার শুক্রাণুর গুণগত মানও।
সাম্প্রতিক গবেষণায় প্রকাশিত মানসিক চাপ শুক্রাণু ও সিমেনের গুণমান কমিয়ে দেয়। কমিয়ে দেয় সেমেনের ঘনত্ব, শুক্রাণুর ডিম্বানুকে নিষিক্ত করার ক্ষমতা।
যে সমস্ত পুরুষ মানসিক চাপে থাকেন ইজাকুলেশনের সময় তাদের শুক্রাণুর ঘনত্ব কমে যায়। যে শুক্রাণুগুলো তৈরি হয় তাদের বেশিরভাগটাই নষ্ট হয়ে যায় অথবা তাদের মোবিলিটি থাকে না। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের এপিডেমিওলজির অধ্যাপক প্যাম ফ্যাক্টর এই কথা জানিয়েছেন।
মানসিকচাপের ফলে গ্লুকোকর্টিকয়েড নামের একপ্রকার স্টেরয়েড হরমোন তৈরি হয় যা শুক্রাণু উৎপাদনে সহায়ক টেস্টোস্টেরন হরমোনের লেভেল কমিয়ে দেয়। অক্সিডেটিভ চাপের ফলে সিমেনের গুণমান হ্রাস পায়। হ্রাস পায় শুক্রাণুর নিষিক্তকরণ ক্ষমতাও।
First Published: Friday, May 30, 2014, 18:10