উন্মুক্ত চাঁদকে পরীক্ষায় বসতে দেওয়ার নির্দেশ কপিল সিবলের

উন্মুক্ত চাঁদকে পরীক্ষায় বসতে দেওয়ার নির্দেশ কপিল সিবলের

উন্মুক্ত চাঁদকে পরীক্ষায় বসতে দেওয়ার নির্দেশ কপিল সিবলেরকলেজের পরীক্ষায় উন্মুক্ত চাঁদকে বসতে না দেওয়ার ব্যাপারে সরাসরি হস্তক্ষেপ করলেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অজয় মাকেন। কম উপস্থিতির জন্য উন্মুক্তকে পরীক্ষায় বসতে দেয়নি সেন্ট স্টিফেন্স কলেজ। গোটা বিষয়টি  নিয়ে দিল্লি বিশ্ববিদ্যালয় এবং কলেজ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন মাকেন।

অন্যদিকে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী কপিল সিবালও সেন্ট স্টিফেন্স কলেজের অধ্যক্ষকে নির্দেশ দিয়েছেন উন্মুক্তকে পরীক্ষায় বসতে দেওয়ার জন্য। শুক্রবার সিবাল স্টিফেন্স কলেজের অধ্যক্ষ ওয়ালসন থাম্পুর সাথে কথা বলেন। সংবাদিকদের কপিল সিবল বলেন, "আমি থাম্পুকে অনুরোধ করেছি বিশেষ ক্ষমতা প্রয়োগ করে উন্মুক্তকে পরীক্ষায় বসবার সুযোগ করে দিতে হবে"। এর আগে ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি এবং ক্রীড়ামন্ত্রী অজয় মাকেন চাঁদকে পরীক্ষায় বসতে দেওয়ার পক্ষে জোর সওয়াল করেন।

First Published: Friday, August 31, 2012, 19:04


comments powered by Disqus