শিবপুরের কাজোরিয়া জুটমিল লকআউট

শিবপুরের কাজোরিয়া জুটমিল লকআউট

শিবপুরের কাজোরিয়া জুটমিল লকআউটলকআউট ঘোষণা করা হল হাওড়ার শিবপুরের কাজোরিয়া জুটমিলে। আজ সকালে শ্রমিকরা কারখানায় পৌঁছে দেখতে পান গেটে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিস ঝোলানো রয়েছে। জুটমিলে উত্‍পাদন কম হচ্ছে, এই কারণ দেখিয়ে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের নোটিস দিয়েছে কর্তৃপক্ষ। এর জেরে প্রায় ১৬০০ জন শ্রমিক কর্মহীন হয়ে পড়লেন। 

কর্মীদের অভিযোগ, কারখানার জমিতে প্রোমোটিংয়ের চক্রান্ত চলছে। এই কারণেই জুটমিল কর্তৃপক্ষ তা বন্ধ করে দিতে উদ্যোগী হয়েছে। কারখানায় চত্বরে উত্তেজনা রয়েছে। পুলিস মোতায়েন রাখা হয়েছে ঘটনাস্থলে।     





First Published: Monday, February 4, 2013, 15:08


comments powered by Disqus