Sikkim Assembly Elections LIVE: Voting begins for 32 constituencies

সিকিম বিধানসভা নির্বাচন LIVE

৯টা ৪০: আজ সিকিমের লোন লোকসভা কেন্দ্রে ভোট।

সিকিম ডেমোকেট্রিক ফ্রন্টের বর্তমান সাংসদ প্রেম দাসের ভাগ্য নির্ধারিত হবে আজ।

কংগ্রেসের আকতর ধজ লিম্বা দাঁড়িয়েছেন এই কেন্দ্র থেকে। বিজেপির নার বাহাদুর খেতিওয়ার ও আম আদমি পার্টির কৌশল রায়ও লড়ছেন পাহাড়ের এই কোনা থেকে।

৮টা ৪০: সিকিমের একমাত্র লোকসভা কেন্দ্রের পাশাপাশি সিকিম বিধানসভার ৩২টি আসনেও চলছে ভোটদানপর্ব।

৮টা ৩৫: বিধানসভা নির্বাচন প্রক্রিয়াকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা আঁটসাঁট করা হয়েছে। ৩,৫০০ অতিরিক্ত পুলিস নিয়োগ করা হয়েছে সিকিমে। পশ্চিমবঙ্গের ১৫ কোম্পানি পুলিস বাহিনী সিকিমে গিয়েছে বিধানসভা নির্বাচনের নিরাপত্তার ব্যবস্থা করতে।

৮টা ২০: সিকিমের বিধানসভা ভোটে ৩,৭০,৭৩১ জন ভোট দিচ্ছেন। ১২১ জন প্রার্থীর ভাগ্য নির্ধারিত হবে আজ। সিকিমে মহিলা ভোটারের সংখ্যা ১,৭৯,৬৫০।

First Published: Saturday, April 12, 2014, 12:49


comments powered by Disqus