Last Updated: April 17, 2013 09:05

দুজনই ছাত্র। দুজনকেই গ্রেফতার করেছে পুলিস। দুজনেরই সামনে পরীক্ষা। একজন জামিন পেলেও অন্যজন পাননি। একজন প্রসিডেন্সি কলেজের ভাঙচুরের ঘটনায় অভিযুক্ত শুভজিত্ বর্মন। অন্যজন শিলিগুড়িতে তৃণমূলের মিছিলে হামলার ঘটনায় ধৃত সাগর শর্মা। টিএমসিপি নেতা শুভজিত জামিন পেলেও, জামিন না মঞ্জুর হয়েছে এসএফআই নেতা সাগর শর্মার।
প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ঘটনায় গ্রেফতার করা হয়েছিল সুরেন্দ্রনাথ কলেজের ছাত্র শুভজিত্ বর্মনকে। সামনেই পরীক্ষা থাকায় আজ শুভজিত জামিন পেয়েছেন। একই কারণে এর আগে জামিন পেয়েছিলেন প্রেসিডেন্সি কাণ্ডে ধৃত মুন্না সিং। কোনও ক্ষেত্রেই জামিনের আবেদনের বিরোধিতা করেননি সরকারি আইনজীবী। কিন্তু শিলিগুড়িতে ধৃত ছাত্রনেতা সাগর শর্মার জামিনের আবেদনের বিরোধিতা করেছেন সরকারি আইনজীবী। শিলিগুড়িতে তৃণমূলের মিছিলে হামলার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল সাগরকে। ১৮ তারিখ থেকে তাঁরও বিএ পরীক্ষা শুরু হচ্ছে।কিন্তু, জামিন না মেলায় পরীক্ষা দেওয়া অনিশ্চিত সাগরের।
শুভজিত্, মুন্নারা তৃণমূল ছাত্র পরিষদের কর্মী। আর সাগর এসএফআই নেতা। প্রশ্ন উঠছে, রাজনীতির রং-এর ভিন্নতার জন্যই কি জামিনের আবেদনের ক্ষেত্রে দুরকম অবস্থান নিল রাজ্য সরকার?
First Published: Wednesday, April 17, 2013, 10:01