Last Updated: February 25, 2013 13:04

আজ ফ্রেজারগঞ্জে উপকূলরক্ষী বাহিনীর নতুন থানা উদ্বোধন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ওই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। হোভারক্রাফটে উপকূল এলাকার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করবেন তাঁরা। উপকূল নিরাপত্তা নিয়ে দু`জনের মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে। সফর শেষে আজই দিল্লি ফিরবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবেন জানিয়ে, প্রদেশ কংগ্রেস নেতৃত্বকে আশ্বস্ত করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। গতকাল শিন্ডে রাজ্যের কংগ্রেস নেতাদের সঙ্গে বিধানভবনে একটি বৈঠক করেন। সেখানেই রাজ্যের কংগ্রেস নেতারা একের পর এক ক্ষোভ উগরে দেন। তারপরই আইন-শৃঙ্খলার বিষয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলার আশ্বাস দেন শিন্ডে।
First Published: Monday, February 25, 2013, 13:04