Last Updated: February 24, 2013 10:39

রাজ্যের উপকূলবর্তী এলাকার নিরাপত্তা খতিয়ে দেখতে দু'দিনের সফরে আজ রাজ্যে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীলকুমার শিন্ডে। বেলা এগারোটা নাগাদ দমদম বিমানবন্দরে অবতরণ করে তাঁর বিশেষ বিমান। সেখান থেকে একটি অনুষ্ঠানে যোগ দিতে, চপারে সরবেড়িয়ার উদ্দেশ্যে রওনা হন তিনি।
অনুষ্ঠানের পর উপকূলরক্ষী বাহিনীর সঙ্গে বৈঠক করবেন সুশীলকুমার শিন্ডে। সন্ধেয় বিধান ভবনে প্রদেশ কংগ্রেস নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী। সেখানেই রাজ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কথা জানিয়ে, কংগ্রেসের পক্ষ থেকে তাঁকে স্মারকলিপি দেওয়া হবে। জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য।
আগামিকাল ফ্রেজারগঞ্জে উপকূলরক্ষী বাহিনীর নতুন থানা উদ্বোধন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হোভারক্রাফটে তাঁরা যৌথভাবে উপকূল এলাকার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করবেন। সাগরদ্বীপে যাওয়ার পাশাপাশি উপকূল নিরাপত্তা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সুশীলকুমার শিণ্ডের বৈঠকেরও কথা রয়েছে। এরপর তিনি দিল্লি ফিরে যাবেন।
First Published: Sunday, February 24, 2013, 16:47