Last Updated: November 5, 2011 16:34

জগদ্ধাত্রী পুজোর শেষদিনে দাঁড়িয়ে বাঙালি এখন উত্সবের শেষ পর্যায়ে। আজ দশমী। তাই আনন্দ যেন চেটেপুটে নিতে চান মানুষ। তবে জগদ্ধাত্রী পুজো শুনলেই মনে হয় হুগলির কথা, চন্দননগরের কথা। বিদায়-বিষাদ কাটিয়ে পুজোর শেষ অঙ্কে এখন মাতোয়ারা চন্দননগর। সিঁদুর খেলে দেবীকে বিদায় জানালেন স্থানীয় মহিলারা। এরপর শুরু বিসর্জনের পালা।
First Published: Saturday, November 5, 2011, 16:37