সিঙ্গুরের জমি মাফিয়াদের নিয়ে রিপোর্ট তলব হাইকোর্টের

সিঙ্গুরের জমি মাফিয়াদের নিয়ে রিপোর্ট তলব হাইকোর্টের

সিঙ্গুরের জমি মাফিয়াদের নিয়ে রিপোর্ট তলব হাইকোর্টের সিঙ্গুরে জমি মাফিয়াদের কার্যকলাপ নিয়ে রাজ্য সরকারের কাছে রিপোর্ট চাইল কলকাতা হাইকোর্ট। একটি জনস্বার্থ মামলায় এই রিপোর্ট পেশের নির্দেশ দিয়েছে আদালত। তিন সপ্তাহের মধ্যে জেলা ভূমি সংস্কার আধিকারিককে এই রিপোর্ট দিতে হবে। মামলায় অভিযোগ করা হয়েছে, সিঙ্গুরের চণ্ডীতলায় রীতিমতো তাণ্ডব চালিয়েছে জমি মাফিয়ারা। প্রভাব খাটিয়ে তারা চণ্ডীতলার নিজামপুর, কাপাসরিয়া, বড় কমলাপুরে প্রায় সাড়ে তিলশ বিঘা জমি দখল করেছে । সিঙ্গুরে গাড়ি কারখানার ঠিক বিপরীতে ন্যাশনাল হাইওয়ে সংলগ্ন জমি চলে যাচ্ছে জমি মাফিয়াদের হাতে। অনুমোদন ছাড়াই তৈরি হচ্ছে রাস্তা।  ছাই ফেলে জমি ভরাটের জন্য আশপাশের প্রায় এক হাজার বিঘা তিন ফসলি জমি নষ্ট হয়ে যাচ্ছে। এই অভিযোগ জানিয়েই হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের  হয়। আজ সেই মামলার শুনানিতেই প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ রাজ্যকে রিপোর্ট পেশের নির্দেশ দেয়।

First Published: Monday, August 5, 2013, 18:30


comments powered by Disqus