সুপ্রিম কোর্টে আজ ফের সিঙ্গুর জমি ফেরত মামলার শুনানি

সুপ্রিম কোর্টে আজ ফের সিঙ্গুর জমি ফেরত মামলার শুনানি

সুপ্রিম কোর্টে আজ ফের সিঙ্গুর জমি ফেরত মামলার শুনানিসুপ্রিম কোর্টে আজ ফের সিঙ্গুর জমি ফেরত মামলার শুনানি। সিঙ্গুরে কারখানা না হলে অধিগৃহীত জমি ফেরত দেওয়া নিয়ে টাটা গোষ্ঠীর অবস্থান জানতে চেয়েছিল সুপ্রিম কোর্ট।

গত ১০ জুলাই শুনানির সময় টাটা গোষ্ঠীর কাছে বিচারপতিরা জানতে চান, কারখানা না হলে অধিগৃহীত জমি ফেলে রাখা হয়েছে কেন?  উপযুক্ত ক্ষতিপূরণ পেলে জমি ফের`ত দিতে বাধা কোথায়, তাও জানতে চায় শীর্ষ আদালত। এ ব্যাপারে আজ  নিজেদের অবস্থান স্পষ্ট করতে চলেছে টাটা মোটর্স কর্তৃপক্ষ।

First Published: Tuesday, August 13, 2013, 10:38


comments powered by Disqus