পঁচিশ বছর পূর্ণ করলেন স্যার অ্যালেক্স ফার্গুসন, Sir Alex completes 25 years

পঁচিশ বছর পূর্ণ করলেন স্যার অ্যালেক্স ফার্গুসন

পঁচিশ বছর পূর্ণ করলেন স্যার অ্যালেক্স ফার্গুসন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ম্যানেজার হিসাবে পঁচিশ বছর পূর্ণ করলেন স্যার অ্যালেক্স ফার্গুসন। উনিশশো ছিয়াশি সালের ছয় নভেম্বর রেড ডেভিলদের দায়িত্বে এসেছিলেন স্কটিশ কোচ। তার পরের দু দশকে বিশ্বফুটবলের অন্যতম সেরা দল হিসাবে ম্যান ইউকে প্রতিষ্ঠিত করেছেন ফার্গুসন। জয় উপহার দিয়েই ক্লাবে ফার্গুসনের পঁচিশ বছর পূর্তি পালন করলেন রুনিরা। সান্ডারল্যান্ডকে হারাতে অবশ্য যথেষ্ট বেগ পেতে হল ম্যান ইউকে। বিরতির আগে ম্যাঞ্চেস্টারের প্রাক্তন ফুটবলার ওয়েস ব্রাউনের আত্মঘাতী গোলে জয় পায় ম্যাঞ্চেস্টার ইউনাইটেড।

First Published: Sunday, November 6, 2011, 15:33


comments powered by Disqus