ফের বিয়ে করলেন স্যার ম্যাকার্টনি

ফের বিয়ে করলেন স্যার ম্যাকার্টনি

ফের বিয়ে করলেন স্যার ম্যাকার্টনিহোক না বয়স সত্তরের কোঠায়। প্রেম কি কখনও বয়স মেনেছে? আর প্রেমিক যদি হন বিটলসের স্যর পল ম্যাকার্টনি,
তবে তো কথাই নেই। সেই প্রেমই পরিণতি পেল রবিবার। বিবাহবন্ধনে আবদ্ধ হলেন কিংবদন্তী এই শিল্পী। বিয়ের দিন হিসেবে জন লেননের একাত্তরতম জন্মদিনটিকেই এবার বেছে নিয়েছিলেন ম্যাকার্টনি।
পাত্রী ন্যান্সি শেভেল। বয়স একান্ন।
ঘরোয়া অনুষ্ঠানে তিরিশজন আমন্ত্রিতের সামনে।
উনসত্তর সালে এই মেরিলেবন রেজিস্টার অফিসেই প্রথমবার পরিণয় সূত্রে বাঁধা পড়েছিলেন বিটলস কিংবদন্তী ম্যাকার্টনি। লিন্ডার সঙ্গে।
ক্যান্সারে আক্রান্ত হয়ে লিন্ডা মারা যান আটানব্বইতে। তারপর মডেল হিথার মিলস কে বিয়ে করেন ম্যাকার্টনি। কিন্তু অল্প কিছুদিনই টিকেছিল দ্বিতীয় বিয়ে।
শোনা যাচ্ছে, সদ্যবিবাহিতা স্ত্রীর জন্য নাকি একখানি গানও লিখে
ফেলেছেন স্যার ম্যাকার্টনি।

First Published: Monday, October 10, 2011, 13:46


comments powered by Disqus