Last Updated: May 8, 2012 23:27

হলদিয়া পৌরসভা নির্বাচনে প্রার্থী মনোনয়নকে কেন্দ্র করে ফের একবার প্রকাশ্যে চলে এল তৃণমূলের গোষ্ঠীকোন্দল। এবার তৃণমূল সাংসদ শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে রীতিমতো তোপ দাগলেন পূর্ব মেদিনীপুরের হলদিয়ার তৃণমূল বিধায়ক শিউলি সাহা।
মঙ্গলবার শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সরাসরি পরিবারতন্ত্র চালানোর অভিযোগ এনেছেন তৃণমূলের এই বিধায়ক। শুভেন্দু অধিকারির বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হলে প্রয়োজনে দল ছাড়ারও হুমকিও দিয়েছেন এই নেত্রী। শুধুমাত্র হলদিয়াই নয়। পুরসভা নির্বাচনে প্রার্থী দেওয়াকে কেন্দ্র করে তৃমমূলের ঘরের লড়াই এখন প্রকাশ্যে। রাজনৈতিক মহলে খবর শিউলি সাহার পর এবার বিরোধিতার পথে হাঁটতে চলেছেন তৃণমূলের বেশ কয়েকজন ডাকসাইটে নেতা-নেত্রীও।
First Published: Tuesday, May 8, 2012, 23:27