Six policemen killed in Naxal ambush in Chhattisgarh`s Dantewada

দন্তেওরায় মাওবাদীদের গুলিতে প্রাণ গেল ৬ পুলিসকর্মীর

ফের মাওবাদী নাশকতা ছত্তিসগড়ের দন্তেওরায়। শুক্রবার মাওবাদীদের গুলিতে নিহত ৬ পুলিসকর্মী। এক শীর্ষ আধিকারিক ও ৫ জওয়ানকে গুলির নিশানা বানায় ওঁত পেতে থাকা নাশকতাকারীরা।

এই মাসের শুরুর দিকে দন্তেওয়ারা থেকেই ৪ মাওবাদীকে গ্রেফতার করে পুলিস। অনুমান তাঁর বদলা নিতেই আজকের হানা। ২০১০ সালে উগ্র বামপন্থীরা বড়সড় নাশকতা ঘটিয়েছিল। সেবার ছত্তিসগড়ের জঙ্গলে মাও নাশকতায় শিকার হয়েছিল ৭৬ জন জওয়ান।

লোকসভা নির্বাচনের আগে ছত্তিসগড়ে নাশকতা ঘটতে পারে বলে আগেই সতর্কতা জারি করেছিল স্বরাষ্ট্র দফতর। বাস্তারের জঙ্গলে মাওবাদীদের সক্রিয় ঘাঁটিতে খবর পৌঁছে দিতে পারে এমন চরদের ওপর নজর রাখার নির্দেশ এসেছিল ওপর মহল থেকে। তাস্বত্তেও কীভাবে এদিনের নাশকতা ঘটল, তানিয়ে উঠছে প্রশ্ন।

First Published: Friday, February 28, 2014, 16:03


comments powered by Disqus