আজ নির্বাচন ১২ রাজ্যের ১২১ কেন্দ্রে

আজ নির্বাচন ১২ রাজ্যের ১২১ কেন্দ্রে

লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফায় ভোট গ্রহণ হবে ১২টি রাজ্যের মোট ১২১টি লোকসভা কেন্দ্রে. নির্বাচন শুরু সকাল ৭টায়. ভোট দেবে বিহার, ছত্তিসগড়, জম্মু ও কাশ্মীর, ঝাড়খণ্ড, কর্ণাটক, মধ্য প্রদেশ, মহারাষ্ট্র, মণিপুর, ওড়িশা, রাজস্থান, উত্তর প্রদেশ ও পশ্চিম বঙ্গ.

কর্নাটকের ২৮টি কেন্দ্র, রাজস্থানের ২০টি কেন্দ্র, মহারাষ্ট্রের ১৯টি কেন্দ্র, ওড়িশা ও উত্তর প্রদেশের ১১টি করে কেন্দ্র, বিহারের ৭টি কেন্দ্র, ঝাড়খণ্ডের ৬টি কেন্দ্র, পশ্চিমবঙ্গের ৪টি কেন্দ্র, ছত্তিসগড়ের ৩টি কেন্দ্র, মণিপুর এবং জম্মু ও কাশ্মীরের একটি করে কেন্দ্রে ভোটগ্রহণ কাল.

আজকে নজরে যেইসব প্রার্থীরা-

গুলাম নবি আজাদ (উধমপুর)
মানেকা গান্ধী (পিলভিট)
শত্রুঘ্ন সিনহা (পাটনা সাহিব)
জসবন্ত সিং (বারমার)
বীরাপ্পা মইলি (চিক্কাবল্লাপুর)
অনন্ত কুমার ও নরেন্দ্র নিলেকনি(ব্যাঙ্গালোর)

First Published: Thursday, April 17, 2014, 00:03


comments powered by Disqus