নিরুদ্দেশ ১০বছর , হাওড়ায় নিজের বাড়ি থেকেই উদ্ধার হল নিখোঁজ ব্যক্তির নর কঙ্কাল

নিরুদ্দেশ ১০বছর , হাওড়ায় নিজের বাড়ি থেকেই উদ্ধার হল নিখোঁজ ব্যক্তির নর কঙ্কাল

Tag:  howrah skeleton
নিরুদ্দেশ ১০বছর , হাওড়ায় নিজের বাড়ি থেকেই উদ্ধার হল নিখোঁজ ব্যক্তির নর কঙ্কালহাওড়ার ব্যাঁটরা থানা এলাকার নটবর পাল রোডে একটি বাড়ি থেকে উদ্ধার হল নর কঙ্কাল। খবর জানাজানি হতে প্রচুর মানুষের ভিড় জমে যায়। বাড়ির মালিক তড়িত্‍ চট্টোপাধ্যায় প্রায় ১০ বছর ধরে নিখোঁজ। বাড়িতেও দীর্ঘদিন ধরে কেউ থাকত না।

বহু বছর পর আজ ওই বাড়িতে আসেন বাড়ির মালিক তড়িত্‍ চট্টোপাধ্যায়ের মেয়ে। বাড়ির তালা ভেঙে ঘরে ঢুকলে দেখেন, খাটের ওপর কঙ্কাল পড়ে রয়েছে। পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে। ফরেন্সিক পরীক্ষা করে দেখা হচ্ছে উদ্ধার হওয়া কঙ্কালটি তড়িত্‍ চট্টোপাধ্যায়ের কীনা।

ঘটনাস্থলে পৌঁছেছে ফরেন্সিক তদন্তকারী দল।

First Published: Friday, December 13, 2013, 17:48


comments powered by Disqus