বর্ধমানে কঙ্কাল পাচারের হদিশ মিলল

বর্ধমানে কঙ্কাল পাচারের হদিশ মিলল

Tag:  skeleton
বর্ধমানে কঙ্কাল পাচারের হদিশ মিললবর্ধমানের পূর্বস্থলীতে কঙ্কাল পাচার কারবারিদের হদিশ পেল পুলিস।  উদ্ধার হয়েছে মাথার খুলি সহ বেশকিছু নরকঙ্কাল। তল্লাসি চালিয়ে এক চোরাকারবারিকে গ্রেফতার করেছে পুলিস। ধৃতের থেকে উদ্ধার হয়েছে একটি বন্দুক ও এক রাউন্ড গুলি।

কয়েকমাস আগেই কালনার পূর্বস্থলী থানার জগেশ্বর ঘাট থেকে উদ্ধার হয়েছিল প্রচুর নরকঙ্কাল। গ্রেফতার হয় কঙ্কাল কারবারের মূল পাণ্ডা মুক্তি বিশ্বাসকে। এরপরেও গোপনে চলতে থাকে বেআইনী ব্যবসা।  গোপনসূত্রে খবর পেয়ে শুক্রবার পূর্বস্থলী জগেশ্বরপুর ঘাটের সংলগ্ন এলাকায় তল্লাসি চালায় পুলিস। ঘাটের সামনেই সন্ধান মেলে কঙ্কাল চোরাকারবারের। উদ্ধার হয় ষোলটি মাথার খুলি।
 
কারখানার মালিককে পুলিস ধরতে না পারলেও গ্রেফতার করা হয়েছে এক কর্মীকে। তার থেকে উদ্ধার হয় একটি বন্দুক ও এক রাউন্ড গুলি। 
 





First Published: Saturday, August 3, 2013, 12:05


comments powered by Disqus