নেদাবহরায় কঙ্কাল উদ্ধার

নেদাবহরায় কঙ্কাল উদ্ধার

নেদাবহরায় কঙ্কাল উদ্ধারঝাড়গ্রাম থানার নেদাবহরা গ্রাম পঞ্চায়েতের আউলগেরিয়ায় গভীর জঙ্গল থেকে এক ব্যক্তির কঙ্কাল উদ্ধার করা হল। গোপন সূত্রে খবর পেয়ে মাটি খোঁড়ার কাজ শুরু করে পুলিস। উপস্থিত ছিলেন স্থানীয় বিডিও। পুলিসসূত্রে খবর, কঙ্কালটি সনাক্ত করেছেন এক ব্যক্তি। কঙ্কালের জামাকাপড় থেকে মৃত ব্যক্তিকে ডাকশোলের বাসিন্দা মদন মাহাত বলে চিহ্নিত করেন তিনি।

First Published: Sunday, April 1, 2012, 21:23


comments powered by Disqus