সবার সেরা সেরেনাকে হারিয়ে উচ্চতম জয়ের লাফ স্লোভাক তরুণীর

সবার সেরা সেরেনাকে হারিয়ে উচ্চতম জয়ের লাফ স্লোভাক তরুণীর

সবার সেরা সেরেনাকে হারিয়ে উচ্চতম জয়ের লাফ স্লোভাক তরুণীরজয়ের আনন্দে মানুষ কতটা উপরে উঠতে পারে! সেরকম একটা জয় হলে সাফল্যের স্বর্গেও ওঠা যায়। কিন্তু সেটা তো চোখ বন্ধ করলে, মিডিয়ায় চোখ রাখলে। কিন্তু বাস্তবে? জয়ের পর আনন্দে বাস্তবে লাফের একটা নয়া নজির তৈরি হল টেনিস দুনিয়ায়।

দুনিয়ার এক নম্বর মহিলা টেনিস খেলোয়াড় সেরেনা উইলিয়ামসে হারানোর পর কোর্টের মধ্যেই আনন্দে মাটি থেকে পা তুলে লাফ দিলেন স্লোভাকিয়ার জানা কেপেলোভা। বলা হচ্ছে সেরেনাকে হারানোর পর কেপেলোভার জয়ের লাফটা উচ্চতার দিক থেকে নাকি একটা রেকর্ড।

দক্ষিণ ক্যারোলিনার চার্লস্টোনে ফ্যামিলি সার্কেল কাপের দ্বিতীয় রাউন্ডে সেরেনাকে স্ট্রেটে সেট হারান বিসঅবের ৭৮ নম্বর খেলোয়াড় কেপেলোভা। হারের কারণ হিসাবে ক্লান্তিকেই দায়ি করেন সেরেনা। শীর্ষ বাছাই এই মার্কিন তারকা বলেন, "দুটো সপ্তাহ ধরে টানা খেলে যাচ্ছি। সত্যি মনে হচ্ছে আমি মরে গিয়েছি। আমার এখন টেনিস থেকে ক সপ্তাহের সম্পূর্ণ বিশ্রাম দরকার। খুব ক্লান্ত লাগছে।" গতবার এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিলেন সেরেনা।

First Published: Wednesday, April 2, 2014, 12:30


comments powered by Disqus