বাঙালি দম্পতির সন্তানদের ফেরাতে আশ্বাস বিদেশমন্ত্রীর

বাঙালি দম্পতির সন্তানদের ফেরাতে আশ্বাস বিদেশমন্ত্রীর

বাঙালি দম্পতির সন্তানদের ফেরাতে আশ্বাস বিদেশমন্ত্রীরনরওয়ের বাঙালি দম্পতি যাতে তাঁদের সন্তানদের দ্রুত ফিরে পান, সেজন্য আপ্রাণ চেষ্টা করছে বিদেশমন্ত্রক। সোমবার একথা জানালেন কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এসএম কৃষ্ণ। বিষয়টি নিয়ে আজ নরওয়ে সরকারের সঙ্গে বিদেশমন্ত্রক কথা বলতে পারে বলেও কেন্দ্রীয় বিদেশমন্ত্রক সূত্রে খবর। অনুরূপ ও সাগরিকা ভট্টাচার্যের ২ সন্তানকে ফেরানোর বিষয়ে রবিবার নরওয়েতে ভারতীয় দূতাবাসের সঙ্গে আলোচনা করেন কৃষ্ণ। বাঙালি দম্পতির সন্তানদের আটকে রাখার বিরুদ্ধে ভারতের রাষ্ট্রদূতকে সরকারি ভাবে প্রতিবাদ শুরু করারও নির্দেশ দেন বিদেশমন্ত্রী।

বিষয়টি নিয়ে ইতিমধ্যেই সিপিএম পলিটব্যুরো সদস্য বৃন্দা কারাটের সঙ্গে রাষ্ট্রপতির দ্বারস্থ হয়েছেন সাগরিকা ভট্টাচার্যের বাবা-মা। তার আগে ২ শিশুর মুক্তির জন্য অনাবাসী ভারতীয় বিষয়ক মন্ত্রী ভায়লার রবির সঙ্গেও দেখা করেন কারাট।
বাঙালি দম্পতির সন্তানদের ফেরাতে আশ্বাস বিদেশমন্ত্রীর
নরওয়ের বাঙালি দম্পতি যাতে তাঁদের সন্তানদের দ্রুত ফিরে পান, সেজন্য আপ্রাণ চেষ্টা করছে বিদেশমন্ত্রক। সোমবার একথা জানালেন কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এসএম কৃষ্ণ। বিষয়টি নিয়ে আজ নরওয়ে সরকারের সঙ্গে বিদেশমন্ত্রক কথা বলতে পারে বলেও কেন্দ্রীয় বিদেশমন্ত্রক সূত্রে খবর। অনুরূপ ও সাগরিকা ভট্টাচার্যের ২ সন্তানকে ফেরানোর বিষয়ে রবিবার নরওয়েতে ভারতীয় দূতাবাসের সঙ্গে আলোচনা করেন কৃষ্ণ। বাঙালি দম্পতির সন্তানদের আটকে রাখার বিরুদ্ধে ভারতের রাষ্ট্রদূতকে সরকারি ভাবে প্রতিবাদ শুরু করারও নির্দেশ দেন বিদেশমন্ত্রী।

বিষয়টি নিয়ে ইতিমধ্যেই সিপিএম পলিটব্যুরো সদস্য বৃন্দা কারাটের সঙ্গে রাষ্ট্রপতির দ্বারস্থ হয়েছেন সাগরিকা ভট্টাচার্যের বাবা-মা। তার আগে ২ শিশুর মুক্তির জন্য অনাবাসী ভারতীয় বিষয়ক মন্ত্রী ভায়লার রবির সঙ্গেও দেখা করেন কারাট।

গত বছর মে মাসে নরওয়েতে কর্মরত বাঙালি দম্পতি অনুরূপ ও সাগরিকা ভট্টাচার্যের ৩ বছরের পুত্র অভিজ্ঞান ও ১ বছরের কন্যা ঐশ্বর্যকে কার্যত আটক করে নরওয়ে চাইল্ড কেয়ার এজেন্সি। আটক করার কারণ হিসেবে ওই এজেন্সি জানায়, নিজেদের সন্তানকে ঠিক ভাবে প্রতিপালন করছেন না তাদের বাবা-মা। এরপর শিশু দুটিকে মুক্তি দেওয়ার জন্য নরওয়ে সরকারকে চিঠি দেয় ভারত সরকার।



First Published: Tuesday, January 24, 2012, 10:29


comments powered by Disqus