এসএমএসের মাধ্যমে পর্যবেক্ষকরা বুথ সমস্যা জানাবেন কমিশনকে

এসএমএসের মাধ্যমে পর্যবেক্ষকরা বুথ সমস্যা জানাবেন কমিশনকে

Tag:  sms ec tmc
এসএমএসের মাধ্যমে পর্যবেক্ষকরা বুথ সমস্যা জানাবেন কমিশনকেশেষ হল নির্বাচনী পর্যবেক্ষকদের সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক। আজ দ্বিতীয় দফায় ১২০ জন পর্যবেক্ষকের সঙ্গে বৈঠক করল কমিশন। এইবারই প্রথম এসএমএসের মাধ্যমে বুথের সমস্যা নির্বাচন কমিশনের কাছে জানাতে পারবেন পর্যবেক্ষকরা। কোডের মাধ্যমে এই সমস্যা জানানো যাবে। 

গত পঁচিশে মে প্রথম দফায় ১৫৯ জন পর্যবেক্ষকের সঙ্গে বৈঠক করেন রাজ্য নির্বাচন কমিশনার মীরা পাণ্ডে। বৈঠকে নিরাপত্তাসহ একাধিক বিষয়ে আলোচনা হয়। তাত্পর্যপূর্ণ ভাবে এবার মনোনয়ন প্রক্রিয়া শুরুর আগেই পর্যবেক্ষকদের নিজেদের এলাকায় চলে যেতে বলা হয়েছে। মনোনয়ন থেকে গণনা গোটা প্রক্রিয়াই পর্যবেক্ষকদের নজরদারি করা হবে। প্রার্থীদের যে কোনও সমস্যা সামনে এলে পর্যবেক্ষকদের   সঙ্গে সঙ্গে কমিশনের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।  

First Published: Friday, May 31, 2013, 12:39


comments powered by Disqus