Last Updated: February 16, 2014 12:06

ব্যবসায়ীকে চপার মেরে নগদ টাকা, গয়না, গাড়ি নিয়ে চম্পট দিল চালক। ঘটনাটি ঘটেছে নিউটাউন থানার মহিশগোট এলাকায়। আশঙ্কাজনক অবস্থায় বিধাননগর মহকুমা হাসপাতালে ভর্তি ব্যবসায়ী অনুপ সোম। অভিযুক্ত চালকের খোঁজে তল্লিশি শুরু করেছে নিউটাউন থানার পুলিস।
শনিবার সন্ধ্যে পাঁচটা নাগাদ নিউটাউনের মহিশগোট এলাকায় নিজের বাড়িতে একাই ছিলেন ব্যবসায়ী অনুপ সোম। সেই সময়ই তাঁর বাড়িতে আসেন চালক মানব। অভিযোগ, টাকা পয়সা নিয়ে অনুপ বাবুর সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে সে। এরপরই চপার দিয়ে অনুপ বাবুর মাথায় আঘাত করে অভিযুক্ত চালক। চিত্কার শুনে ছুটে আসেন প্রতিবেশীরা। তাঁরাই রক্তাক্ত অবস্থায় অনুপ সোমকে উদ্ধার করে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যান।
খবর দেওয়া হয় নিউটাউন থানার পুলিসকে। ব্যবসায়ী অনুপ সোমের দাবি চপার দিয়ে আঘাত করার পর তাঁর গলার তিনটি সোনার চেন, নগদ টাকা, গাড়ি নিয়ে চম্পট দেয় অভিযুক্ত চালক মানব। ঘটনার পর থেকেই অভিযুক্ত গাড়িচালকের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিস। শুধুই কী টাকা পয়সা সংক্রান্ত কারণে এই হামলা না এর পিছনে রয়েছে অন্য কোনও কারণ রয়েছে তাও খতিয়ে দেখছে নিউটাউন থানার পুলিস।
First Published: Sunday, February 16, 2014, 12:06