মাটির নিজ থেকে বেরল ৩০টি সাপ, পিটিয়ে মারল গ্রামবাসীরা

মাটির নিজ থেকে বেরল ৩০টি সাপ, পিটিয়ে মারল গ্রামবাসীরা

মাটির নিজ থেকে বেরল ৩০টি সাপ, পিটিয়ে মারল গ্রামবাসীরা মাটির নীচ থেকে বেরিয়ে এল প্রায় ৩০টি সাপ। গতকাল ঘটনাটি ঘটে পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের আমলআন্ডা গ্রামের সুধাংশু মাইতির বাড়িতে। বনদফতরে খবর না দিয়ে গ্রামবাসীরা সাপগুলিকে মেরে ফেলে। গতকাল একটি সাপ বেরনোয় মাটি খুঁড়তে শুরু করেন গ্রামের লোকজন। মাটির নীচ বেরিয়ে আসে প্রায় সাত ফুট লম্বা একটি সাপ। সঙ্গে ছিল প্রায় ২৭টি বাচ্চা সাপ। মাটির নীচ থেকে উদ্ধার হয় প্রায় গোটা ২৫টি সাপের ডিম। সেগুলোকেও নষ্ট করে ফেলেন গ্রামবাসীরা।

৩০টি সাপ গ্রামবাসীদের কোপে পড়ায় রুষ্ট বনদফতর। সাপগুলিকে মেরে ফেলার আগে কেন বনদফতর বা প্রশাসনিক আধিকারিকদের খবর দেওয়া হল না, তা জানতে গ্রামের মানুষকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিস।

First Published: Saturday, October 19, 2013, 13:15


comments powered by Disqus