সাপ উদ্ধারে চাঞ্চল্য বালিতে

সাপ উদ্ধারে চাঞ্চল্য বালিতে

Tag:  SNAKE RESCUED BALI
সাপ উদ্ধারে চাঞ্চল্য বালিতেদশ ফুট লম্বা দাঁড়াশ সাপ উদ্ধারকে কেন্দ্র করে সোমবার ব্যাপক চাঞ্চল্য ছড়ায় হাওড়ার বালিতে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকালে ঘোষপাড়ার একটি বাড়িতে ঢুকে পড়ে সাপটি। এরপর স্থানীয় বাসিন্দাদের তত্পরতায় খবর দেওয়া হয় বন দফতরকে। খবর পেয়ে পরে ঘটনাস্থলে এসে সাপটিকে উদ্ধার করে বনদফতরের আধিকারিকরা। সাপটি দাঁড়াশ প্রজাতির বলেই জানা গেছে বনদফতর সূত্রে। 

First Published: Monday, April 9, 2012, 18:45


comments powered by Disqus