গল্পের গরু গাছে উঠুক না উঠুক, সাপ আকাশে ওড়ে

গল্পের গরু গাছে উঠুক না উঠুক, সাপ আকাশে ওড়ে

Tag:  snakes fly plane
গল্পের গরু গাছে উঠুক না উঠুক, সাপ আকাশে ওড়েস্নেকস অন আ প্লেন ছবিটা মনে আছে? গা শিরশির করা সেই ছবি ভুলতে পারেননি কেউই। তবে এবার থেকে আর আকাশপথে ঘুরে বেড়াতে প্লেনে চড়তে হবে না। সাপরা এবার থেকে নিজেদের ডানায় ভর করেই উড়তে পারবে আকাশে।

বিজ্ঞানীদের পর্যবেক্ষণ বলছে এশিয়ার জঙ্গলে সাপরা নিজেদের দেহ লম্বা করে, চ্যাপ্টা করে হাওয়ায় ভেসে বেড়ায়। নিজেদের দেহ S-এর আকৃতিতে বাঁকিয়ে ১০০ফুট লম্বা গাছে বেয়েও উঠতে পারে সাপ। ভার্জিনিয়ার টেক ওয়েক ফরেস্ট গবেষক ড জেক সোচা জানিয়েছেন, ওড়ার দেখে মনে হয় ওরা যেন সাঁতার কাটছে। পুরো শরীরটাকে একটা উচ্চতার স্তরে নিয়ে যায়।

গবেষনার সময় বিজ্ঞানীর একটি রডকে সাপের দেহের আকৃতিতে বাঁকিয়ে ট্যাঙ্কের জলে ভাসিয়েছিলেন। যদিও জলের ঘনত্ব হাওয়ার থেকে অনেক বেশি। কিন্তু ভাসার তত্ত্ব প্রমাণ করে এই পরীক্ষা। গবেষনার ফল দ্য জার্নাল অফ এক্সপেরিমেন্টাল বায়লজিতে প্রকাশিত হয়।




First Published: Thursday, January 30, 2014, 18:44


comments powered by Disqus