ফের মেট্রোয় ছিনতাই-এর চেষ্টা, ধৃত ৪

ফের মেট্রোয় ছিনতাই-এর চেষ্টা, ধৃত ৪

ফের মেট্রোয় ছিনতাই-এর চেষ্টা, ধৃত ৪মেট্রোয় ছিনতাই-এর চেষ্টা করায় টালিগঞ্জ স্টেশনে আর পি এফ-এর হাতে মঙ্গলবার ধরা পড়ল ৪ জন। এরা প্রত্যেকেই দক্ষিণ চব্বিশ পরগণার বাসিন্দা।

ধৃতরা হল বারুইপুরের বাসিন্দা মহম্মদ লালু, তোপসিয়ার বাসিন্দা রাম বাহাদুর বড়ুয়া, এবং ক্যানিংয়ের বাসিন্দা আব্দুল সর্দার। পুলিসসূত্রে জানা গেছে, গত ৮ দিন ধরে সিসিটিভি ফুটেজে লক্ষ্য রাখা হচ্ছিল তাদের ওপর। ফুটেজে ওই ছিনতাইবাজদের একই রকম পোশাক পরে আসতে দেখা গেছে। এরপরই তাদের ধরতে ফাঁদ পাতে পুলিস। আরপিএফএর মহিলা কনস্টেবলরা সোনার গয়না পরে টালিগঞ্জ মেট্রোস্টেশনে দাঁড়িয়ে থাকে। তাদের কাছে গয়না ছিনতাই করতে এসেই ধরা পড়ে যায় ছিনতাইবাজরা। ধৃতদের জেরা করছে আর পি এফ এবং কলকাতা পুলিশ।  

First Published: Tuesday, February 14, 2012, 11:48


comments powered by Disqus