Last Updated: November 8, 2012 13:56

ছিনতাইকারীর গুলিতে আহত হলেন এক মহিলা। ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুর থানার বদ্দির মোড় এলাকায়। আজ সকাল ১০টা নাগাদ আত্মীয়দের এগিয়ে দিতে সাঙ্গুর গ্রাম থেকে বদ্দির মোড়ে আসেন হিরণ্ময় নস্কর এবং তাঁর স্ত্রী ঝর্ণা নস্কর। অভিযোগ, সেই সময় তিনজন দুষ্কৃতী বাইকে এসে ঝর্ণাদেবীর আত্মীদের সোনার হার, বালা, আংটি ছিনতাই করে। তঁদের চিত্কার শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় বাসিন্দারা বাধা দেওয়ায় গুলি চালায় এক দুষ্কৃতী। গুলি লাগে ঝর্ণা নস্করের কোমরে। এরপর শূন্যে গুলি চালাতে চালাতে চম্পট দেয় দুষ্কৃতীরা।
গুরুতর আহত অবস্থায় ঝর্ণা নস্করকে প্রথমে ভর্তি করা হয় বারুইপুর মহকুমা হাসপাতালে। কিন্তু সেখানে গুলি বের করার মতো উপযুক্ত পরিকাঠামো না থাকায় ঝর্ণাদেবীকে কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়।
First Published: Thursday, November 8, 2012, 13:56