Last Updated: February 16, 2014 20:46
বরফ ঝড়ে বিপর্যস্ত আমেরিকা বিরাট অঞ্চল। তবে তুষার ঝড়ের থেকেও বরফ সরানোর খরচই এখন মার্কিন প্রশাসনের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। শুধুমাত্র শিকাগো শহরেই বরফ সরাতে ইতিমধ্যে খরচ হয়েছে দুকোটি পঞ্চাশ লক্ষ ডলার।
বরফ সরানোর জন্য বাড়তি টাকা কোথা থেকে কী ভাবে আসবে তা নিয়ে চিন্তায় পড়েছে প্রশাসন। বিরোধীদের পাল্টা দাবি যে ভাবে গত এক বছরে আবহাওয়ার ধরন বদল হয়েছে তাতে আগেই বিপর্যয় মোকাবিলা খাতে প্রশাসনের অর্থ বড়াদ্দ করা উচিত ছিল।
First Published: Sunday, February 16, 2014, 20:46