Sochi Winter Olympic Guide: Let the Games Begin

সোচিতে শুরু শীতকালীন অলিম্পিক, উদ্বোধনী অনুষ্ঠানে নেই ভারত

Tag:  Sochi Winter Olympic
সোচিতে শুরু শীতকালীন অলিম্পিক, উদ্বোধনী অনুষ্ঠানে নেই ভারত জঙ্গি হানার আশঙ্কা আর এলজিবিটি বিতর্কের মাঝেই রাশিয়ার সোচিতে শুরু হয়ে গেল শীতকালীন অলিম্পিক। শুক্রবার কৃষ্ণসাগরের তীরে সোচির ফিশ্ট স্টেডিয়ামে শীতকালীন অলিম্পিকের সূচনা করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন। স্টেডিয়ামে অলিম্পিক মশাল জ্বালান রাশিয়ার দুই প্রাক্তন অ্যাথলিট ভ্লাদিস্লাভ ট্রেটিয়াক এবং ইরিনা রোডনিনা। স্টেডিয়ামে তাঁদের হাতে অলিম্পিক মশাল তুলে দেন টেনিস তারকা মারিয়া শারাপোভা, পোলভল্টের বিশ্বরেকর্ডধারী ইয়েলিনা ইসিনবায়েভা, কুস্তিগীর আলেকজান্ডার কারেলিন এবং জিমনাস্ট আলিনা কাবেভা।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাষ্ট্রসংঘের মহাসচিব বান কি মুন সহ চল্লিশটি দেশের রাষ্ট্রপ্রধানরা। বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন তিন হাজার শিল্পী এবং দুহাজার স্বেচ্ছাসেবী। উদ্বোধনী অনুষ্ঠানের থিম ছিল ড্রিমস অফ রাশিয়া। জাঁকজমকপূর্ণ এই অনুষ্ঠানে তুলে ধরা হয় রাশিয়ার ইতিহাস।

সোচিতে শীতকালীন অলিম্পিকে উড়ল না ভারতের জাতীয় পতাকা। শীতকালীন অলিম্পিকে অংশ নিয়েছেন তিন ভারতীয় অ্যাথলিট শিবা কেশবন, নাদিম ইকবাল এবং হিমাংশু ঠাকুর। কিন্তু ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনকে আইওসি নির্বাসিত করায় তাঁরা ইন্ডিপেন্ডেন্ট অ্যাথলিট হিসাবে এই অলিম্পিকে অংশ নিয়েছেন। মার্চ পাস্টে জাতীয় পতাকার বদলে অলিম্পিক পতাকার পিছনেই হাঁটেন ভারতের তিন অ্যাথলিট।

তবে উদ্বোধনে অলিম্পিক বলয় ঠিকমত না খোলায় তৈরি হয়েছে বিতর্ক। এই শীতকালীন অলিম্পিকের পিছনে প্রায় ছশো মিলিয়ন ডলার খরচ করেছে রাশিয়া।


First Published: Saturday, February 8, 2014, 12:06


comments powered by Disqus