Last Updated: November 24, 2011 22:29

চিত্রাঙ্গদা সিংয়ের পর এ বার সোহা আলি খান। আইটেম নম্বর কাঁপাতে সুধীর মিশ্রার ‘তেরা কেয়া হোগা জনি’-তে পারফর্ম করতে চলেছেন। ছবিতে অভিনয়ও করছেন সোহা। মুম্বইয়ের নাইটক্লাবের প্রেক্ষাপটে বানানো এই সিনেমায় সোহা মুম্বইয়ের এক মডেল, যিনি বয়ফ্রেন্ডের (করণ নাথ) সঙ্গে ঝগড়ার পর তাঁকে ছেড়ে চলে আসেন। ঘটনাচক্রে তাঁর পরিচয় হয় আরেক পুরুষের সঙ্গে। সোহার জীবনের এই দ্বিতীয় পুরুষটি অভয় দেওল। তাঁদের সম্পর্ক কিছুদূর এগোলেও পরিণতি পায় না। ভাবী বৌদি করিনা কপুর বেশ কিছু সিনেমায় মাতিয়ে দিয়েছেন আইটেম নেচে। এতদিন পাশের বাড়ির মিষ্টি মেয়ে বলে পরিচিত সোহা কি এবার তাহলে করিনার সম্ভাব্য প্রতিযোগীদের তালিকায় উঠে আসবেন?
First Published: Thursday, November 24, 2011, 22:33