উষ্ণায়নে অনুঘটক হতে পারে সৌরঝড়

উষ্ণায়নে অনুঘটক হতে পারে সৌরঝড়

উষ্ণায়নে অনুঘটক হতে পারে সৌরঝড় ফের সৌরঝড়। তাও এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার। আর এই ঝড়ের কারণেই আজ বাড়তে পারে ভূপৃষ্ঠের তাপমাত্রা। এমনটাই জানিয়েছেন নাসার বিজ্ঞানীরা। গত বৃহস্পতিবারই পৃথিবীর দিকে ধেয়ে আসে সুর্যের একটি প্লাজমা স্রোত। এই স্রোতের গতিবেগ ছিল সেকেন্ডে চোদ্দশো কিলোমিটার। আর তার থেকেই আজকের ঝড়ের পূর্বাভাস পায় নাসা। তবে, এই সৌর ঝড় উপগ্রহের উপর কোনও প্রভাব ফেলবে না বলেও আশ্বস্ত করেছেন বিজ্ঞানীরা।

First Published: Saturday, July 14, 2012, 16:16


comments powered by Disqus