Last Updated: May 4, 2013 22:32

শুধুমাত্র বিরোধীরাই নয়, রাজ্যে চিটফান্ডের দৌরাত্ম্যের বিষয়টি মুখ্যমন্ত্রীকে জানিয়েছিলেন তৃণমূল সাংসদ সোমেন মিত্রও। তিনি বলেন, ২০১১ সালে এই বিষয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলেন তিনি। এবং বিষয়টি জানিয়েছিলেন মুখ্যমন্ত্রীকে। ২৪ ঘণ্টাকে দেওয়া একান্ত সাক্ষাত্কারে এমনই চাঞ্চল্যকর কথা বললেন ডায়মন্ডহারবারের এই তৃণূল সাংসদ। সোমেনের এহেন চাঞ্চল্যকর সাক্ষাত্করের পর রাজনৈতিক মহলে চাঞ্চল্য পড়ে যায়।
সারদাগোষ্ঠীর প্রতারণার জাল এত বিস্তৃত যে এই পরিস্থিতিতে ঘটনার সিবিআই তদন্তই দরকার। এমনই মনে করেন তৃণমূল সাংসদ সোমেন মিত্র।
First Published: Sunday, May 5, 2013, 12:14